Header top Ads

প্রিয় মাতৃভূমি -শাহরিয়ার সোহেল


প্রিয় মাতৃভূমি
 -শাহরিয়ার সোহেল

 স্বদেশ আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ
 এদেশে আছে পাখ-পাখালি রূপের নেইকো শেষ
 ক্ষেতের  পরে ক্ষেত চলেছে মাঠের পরে মাঠ
 সবাই শেখে এখান থেকে প্রকৃতিরই পাঠ
 শাপলা শালুক বিলে-ঝিলে  বনে আছে দোয়েল
 আরও আছে শ্যামা -ফিঙ্গে মাছরাঙ্গা  আর কোয়েল
 শান্ত ছিল   ঝিলের পানি মধুমাখা গ্রাম
 ঝলমলিয়ে ওঠে শহর অনেক প্রাণের দাম

 কিন্তু হঠাৎ দানব এলো সবুজ হলো লাল
 ফুরিয়ে গেল সুখ-শান্তি শেষ হলো সব চাল
ক্ষুধা হলো নিত্যসঙ্গী নারীরা বীরাঙ্গনা
শিশুরা সব কোল হারালো অসহায় যন্ত্রণা
পুরুষেরা সব নির্যাতিত অনেকেই জেগে ওঠে
 মরতে যখন হবে তখন ভয় আর করবে কিসে
 দানব-মানব যুদ্ধ হল রক্তক্ষয়ী সংগ্রাম
 এ যুদ্ধে জয়ী হলো মানুষের সন্তান
 তাইত আমরা আজও সবাই বাংলায় কথা বলি
 স্বাধীন দেশে স্বাধীন মানুষ সুন্দরভাবে চলি
 দেশ জেগেছে স্বদেশ আমার প্রিয় মাতৃভূমি
 সবাই মিলে আমরা যেন মাকে রক্ষা করি….

No comments

Powered by Blogger.