“যশোরের ঐতিহ্য খেজুর গুড়ে, গাছ লাগাবে গ্রাম জুড়ে”
“যশোরের ঐতিহ্য খেজুর গুড়ে,গাছ লাগাবে গ্রাম জুড়ে”
এই স্বপ্নকে প্রাণে ধারণ করে কিছু উদ্যেমী তরুণ এ বছর ১৬-০৬- ২০১৭ ইং তারিখে ২০শে রমজান শুক্রবার খেজুর গাছ লাগানোর কাজ শুরু করেছে । তাদের স্বপ্ন এ বছর বাঁকড়া অঞ্চলের সহ যশোর জেলার বিভিন্ন গ্রামে তারা খেজুর গাছ ও খেজুরের বীজ রোপন করে কিছুটা হলেও খেজুর গাছের যে সংকট তা পূরণে স্বক্ষম হবে । তাদের মধ্য থেকে মোঃ ইমামুল হোসেন বলেন পরবর্তী বছর বাঁকড়া অঞ্চলের বাহিরে বৃহৎ পরিসরে কাজ করার ও দৃড় প্রত্যয় আছে তাদের । তিনি আরও জানান গাছ মানুষকে বাঁচিয়ে রাখে বিভিন্ন উপায়ে, যা মুখে বলে শেষ করা যাবে না। তাই তিনি বাংলার প্রতিটি ঘরে ঘরে গাছ লাগানোর পরিকল্পনা বুকে বেধে রেখেছেন। শুধু খেজুর গাছ তিনি লাগাবেন না সাথে সকল প্রকার ফলজ ও বনজ গাছকে তিনি রেরাপন করতে চাই। মধ্যবিত্য পরিবারে সন্তান হয়ে স্বপ্ন আকাশ ছোয়া! যেখানে নিজের স্বার্থ কিছুই নেই। তিনি বলেন রাস্তার পাশে যে গাছ লাগাচ্ছি সেটা প্রথিক উপভোগ করবে, আর বাসা বাড়ি বা অন্যান্য জায়গায় যে গাছ লাগাবো সে গাছের ভোগ সেই জমির মালিক করবে। এভাবেই গড়ে তুলতে চাই প্রাকৃতিক বাংলাদেশ। সবার আন্তরিকতা ও সহনুভূতিতে তাদের কাজের অগ্রগতি আরও বাড়বে বলে জানান। তিনি ইতি মধ্য
নাগরিক কর্তব্য এবং পরিবেশের ভারসম্য রক্ষার্থে (বনায়ন বৃদ্ধি, রাস্তার মাটি ক্ষয়রোধ, শিল্প কারিগর বাবুই পাখির বাসস্থান তৈরী, গরমের পরম বন্ধু তাল পাতার হাতপাখা, যশোরের ঐতিহ্য খেজুরের গুড়, “পৃথিবীর দির্ঘতম তালগাছের প্রাকৃতিক সৌন্দয্য” দেখানোর জন্য রাস্তার দু’পার্শ্বে (40 কিঃ মিঃ) তালগাছ রোপনে অংশগ্রহণ করেন।
তিনি সর্বশেষ সবাইকে নিজ নিজ স্থান থেকে উ্দ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।
ধন্যবাদ
ReplyDelete