বিজয়ের গল্প -সানজিদা ফেরদৌস
বিজয়ের গল্প
-সানজিদা ফেরদৌস
ষোলোই ডিসেম্বর
বিজয়ের উৎসবে মেতে উঠেছে সারা দেশ
আর স্মৃতির চত্বরে জেগে ওঠে সেই ভয়ঙ্কর ইতিহাস
যা মনে পরলে আজও শিউরে উঠি ভয়ে।।
কাগজের পাতায় পাতায়
গল্প লেখা বইয়ের ভাঁজে শুনতে পাই দেখতে পাই
সেই রক্তঝরা জীবনেরে গল্প।।
মাগো কোথায় তুমি হারিয়ে গেলে
মিলিটারির দল টানতে টানতে নিয়ে গেল
সেই যে গেলে তুমি আর ফিরে এলে না মা গো
আজও মনে পড়ে তোমায় ।
চাঁদ হয়ে ফিরে আসে গভীর রাতে
আর সূর্য হয়ে হারিয়ে যাও বেলা বারা বদূরে।।
এখনো মনে হয়
উলঙ্গো পাগল হয়ে আজও বেঁচে আছে মা….
প্রতিটি মানুষের হৃদয়ে আছে
স্রষ্টার বৃক্ষ আর, সে বৃক্ষে
সকল শহিদ আত্মারা সতেজ ফুল হয়ে
ফুটে আছে এই বাংলার বুকে
এইতো হলো বিজয়ের গল্প।।
No comments