দিল মুজিব ভাষণ - মোঃ আতিয়ার রহমান
দিল মুজিব ভাষণ
-
মোঃ আতিয়ার রহমান
প্রতি বছর আসে 16ই ডিসেম্বর
দিন টি করব পালন হবে আড়ন্বর।
1952
হতে স্বাধীনতার পথে হলো চলা শুরু।
সব আন্দোলনের হোতা ছিল মুজিব মোদের গুরু।
1970
সাধারণ নির্বাচনে বাঙালী পেল জয়
শাসক গোষ্টি মনে প্রাণে পেয়েগেল ভয়।
ক্ষমতা হস্তান্তরের জন্য মুজিব বলল ডাকতে সভা
সভা স্থলে নেতা মোদের জানাতো মনের আভা।
7ই মার্চ সোরওয়ার্দী উদ্যানে দিল মুজিব ভাষণ
ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেল মনে পেল আসন।
7 ই মার্চের ভাষণ শুনে বাংগালি পাগলপারা
যুদ্ধে সব দিবে ঝাঁপ হলেও জীবন সারা।
25শে মার্চ কালোরাতে আক্রান্ত হলো দেশ
নির্বিচারে চালিয়ে গুলি করলো সবই শেষ।
ডাক্তার শিক্ষক বুদ্ধিজীবী মারলো সে রাতে
বাঙালিরা করল পণ মারবে তাদের হাতে।
বাঙালিরা মিলেমিশে মুক্তিবাহিনী করলগঠন
শত্রুবাহিনী করতে খতম করলো দৃঢ় পণ।
বঙ্গবন্ধু স্বাধীনতার জ্বেলে ছিলেন আলো
তিনি তো মহান নেতা দেশকে বাসতেন ভাল।
বঙ্গবন্ধুর আহবানে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধার স্বপক্ষ শক্তি
রুখে দাঁড়ালো অস্ত্র হাতে নিয়ে
দীড় প্রত্যয় ব্যক্ত করলো
বিজয় পতাকা ছিনিয়ে আনতে
পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,
তারা হত্যা করলো লক্ষ লক্ষ বংলায় ঘুমান্ত নর-নারী।
বঙ্গবন্ধুর নির্দেশ দিলেন সর্বশক্তি দিয়ে
হানাদার বাহিনীকে প্রতিরোধ করো
চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও….
No comments