কবি ডাঃ মোকাররম হোসেন এর কবিতা, নেতার ছবি
নেতার ছবি
ডাঃ মোকাররম হোসেন
তেনা নেতার প্যানায় ছবি, বড়ই বেমানান,
ত্যাগির থেকে ভোগিরা সব, গাইছে গুনগান।
ভিড় ঠেলে যে মঞ্চে উঠে, নেতার পাশে দাঁড়াই,
ছবি তুলবে নেতার সাথে, মুখটা একটু বাড়াই।
সেই ছবিটা প্যানা করে, গাছের সাথে ঝুলাই,
বড় পেরেক ঢুকাই গাছে, সাধ্যে যত কুলাই।
পেরেক বুকে মহাসুখে, দাঁড়িয়ে থাকে গাছ।
প্রিয় নেতার ছবি বুকে মরলেও ধন্য আজ।
চিনবে নেতা বলবে কথা, করবে একটু গন্য,
এবার আমার সুযোগ হবে, পাশে থাকার জন্য,
ত্যাগিই যারা বাহিরে তারা, আমি নেতার পাশে,
সুযোগ খুজি সুবিধা নিতে দেখাই ভালবেসে।
সব মিছিলের সামনে থাকি, খবরে আসবে ছবি,
কখন নেতা বলবে সাবাস এই ভাবনাটাই ভাবি,
নেতার জন্য জীবন দেব জোর গলায় তাই বলি,
বিপদ দেখলে সরে দাঁড়াই, গা বাচিয়ে চলি,
ত্যাগি যারা নিরব তারা চাওয়া পাওয়ার নাই,
দেশদরদী কর্মি যারা দেশের ভাল চাই।
ডাঃ মোকাররম হোসেন
তেনা নেতার প্যানায় ছবি, বড়ই বেমানান,
ত্যাগির থেকে ভোগিরা সব, গাইছে গুনগান।
ভিড় ঠেলে যে মঞ্চে উঠে, নেতার পাশে দাঁড়াই,
ছবি তুলবে নেতার সাথে, মুখটা একটু বাড়াই।
সেই ছবিটা প্যানা করে, গাছের সাথে ঝুলাই,
বড় পেরেক ঢুকাই গাছে, সাধ্যে যত কুলাই।
পেরেক বুকে মহাসুখে, দাঁড়িয়ে থাকে গাছ।
প্রিয় নেতার ছবি বুকে মরলেও ধন্য আজ।
চিনবে নেতা বলবে কথা, করবে একটু গন্য,
এবার আমার সুযোগ হবে, পাশে থাকার জন্য,
ত্যাগিই যারা বাহিরে তারা, আমি নেতার পাশে,
সুযোগ খুজি সুবিধা নিতে দেখাই ভালবেসে।
সব মিছিলের সামনে থাকি, খবরে আসবে ছবি,
কখন নেতা বলবে সাবাস এই ভাবনাটাই ভাবি,
নেতার জন্য জীবন দেব জোর গলায় তাই বলি,
বিপদ দেখলে সরে দাঁড়াই, গা বাচিয়ে চলি,
ত্যাগি যারা নিরব তারা চাওয়া পাওয়ার নাই,
দেশদরদী কর্মি যারা দেশের ভাল চাই।
No comments