ডাঃ মোঃ আমিরুল হক এর কবিতা, ভোরের প্রার্থনা
ভোরের প্রার্থনা
-মোঃ আমিরুল হক
ভোরের প্রাথনা যদি থাকে বন্ধ,
সারাদিন লেগে থাকে অজানা দন্ধ।
কাজে কর্মে যদি গতি আনতে চাও,
ভোরের প্রার্থানায় ঠিক মন দাও।
ঠিক কাজ করলে আলো ঠিকই আসে,
যদি না পারে ব্যর্থতায় ভাসে।
যথা সময়ে করে যারা যথা কাজ,
তাদের কপালে পড়ে নাক ভাঁজ।
-মোঃ আমিরুল হক
ভোরের প্রাথনা যদি থাকে বন্ধ,
সারাদিন লেগে থাকে অজানা দন্ধ।
কাজে কর্মে যদি গতি আনতে চাও,
ভোরের প্রার্থানায় ঠিক মন দাও।
ঠিক কাজ করলে আলো ঠিকই আসে,
যদি না পারে ব্যর্থতায় ভাসে।
যথা সময়ে করে যারা যথা কাজ,
তাদের কপালে পড়ে নাক ভাঁজ।
No comments