আবেদন / নাঈম রেজা
আবেদন
নাঈম রেজা
০৯/০৯/০৯বুধবার
রেলগেট,যশোর ।
ফুলশয্যা ছেড়ে দেখেযেয়ো আমার মৃত দেহ
মুক্ত পাখির মত বাধা দিবেনা তোমায় কেহ ।
আশা ছিল ভালবাসা ছিল,ছিল নিছক প্রেম
আঘাত দিয়েছ,ব্যথা দিয়েছ দিয়েছ গেম ।
তুমি ছিলে তাই এত হাসি এত আয়োজন
এত বন্ধু-বান্ধব এত প্রিয়জন ।
তুমি ছিলে তাই ক্ষুধার জ্বালা,দুঃখ ব্যথা
ভাল লাগত অহনিশি যন্ত্রনার কথা ।
তুমি নেই হাসি নেই,নেই আয়োজন
নেই বন্ধু-বান্ধব নেই প্রিয়জন ।
তুমি নেই ক্ষুধার জ্বালা,দুঃখ ব্যথা,
যন্ত্রনা দেয় অহনিশি ভালকথা ।
চোখের জলে প্রার্থনা মোর শেষ বিদায়ের শেষে
মৃত দেহ দেখে যেয়ো এসে মোর দেশে ।।
No comments