14 february/ ১৪ ফেব্রুয়ারী/ নাঈম রেজা
১৪ ফেব্রুয়ারী
নাঈম রেজা
১৪ফেব্রুয়ারী ভালবাসা দিয়ে শুরুকরি
এ আনন্দের কথা না বলে কেমনে থাকতে পারি?
প্রিয়ার মুখের মিষ্টি মিষ্টি হাসি
ফেব্রুয়ারী তাই তো তোমাই ভালবাসি ।
মনে কত দুঃখ বেদনা ভরা দিন
চারিদিকে শুধুই আমি ঋণ ।
ফেব্রুয়ারী তোমার আনন্দে উৎফুল্য,
তুমি’ই বলে দাও তোমার
কার সাথে করব সমতুল্য ।।
তোমার স্বরণে আজ মেসে
বিরানী-পোলয়া খাওয়ার আয়োজন
ছোট খাট বোনভোজন ।
গানে গানে গেয়ে যায়
কত জনের সুক,
১৪তোমার এই দিনে
ভেসেছিল কত মা-বোনের বুক!
কেউ বোঝে না এই দিনের কষ্ট
অকারণে কত অর্থ করেছে লোকে নষ্ট ।
১৪মানে দেশে মানুষ দেশকে ভালবাসে
১৪আমাদের অন্তরের সাথে গেছে মিশে,
বাংলাদেশ লাল-সবুজের বিজয় নিশান
সেই থেকে শান্তি পেল বাংলার কৃষান ।
বর্তমানে প্রেমিক প্রেমিকার প্রেম লিলা
কত প্রেমিক প্রেমিকা খেলছে প্রেম খেলা,
গভির রাতে চিন্তা প্রিয়ার জন্য একটা লালগোলাপ
সকালে উঠে আগে করব প্রিয়ার সাথে আলাপ ।
কলেজ পথে বসে থেকে প্রিয়ার নাই দেখা
প্রেম দিবসে শুরু করলাম প্রিয়ার চিঠি লেখা,
উড়ালদিয়ে পক্ষি আমার গেল চলে দুরে
এই দিনটা আবার কবে আসবে ঘুরে?
দুঃখে গ্লানির মাঝেও তুমি এসেছো
প্রেমের দোলা নিয়ে ।
হাসি মুখে বরন করে নিয়েছি
লালগোলপ দিয়ে ।
তুমি এসেছো ভাল হয়েছে বেশ
তোমাকে পেয়ে শান্তিপেল বাংলাদেশ ।।
No comments