Header top Ads

অগ্নিবানি / নাঈম রেজা

অগ্নিবানি
নাঈম রেজা
২৩-০৫-২০০৬
সোমবার
যশোর ।
 প্রশ্ন করব কি ?

কাহার সমতুল্য তুমি!
এই  যে বিশ্ব ভূবন,    যেন মরন,
চন্দ্র বদন হাসি
আঁকিয়াছি,তু”আঁখি      নয়ন ভাসি!
মরন তলে ভুলন,
চন্দ্র,চন্দ ছাড়ি    ভুল, ভাটা ফাড়ি
এ চঞ্চল মন!
গগন ব্যোম বৃষ্টি    স্রষ্টা সৃষ্টি
আমি অধম মদন ।
মম শির-বীর      ভাঙ্গে ক‚ল-তীর
মহাপ্রলঙ্কার,প্লাবন ।
আকাশ মম দেখায় রঙ্গ      সে আসমান সঙ্গ
সে অগ্নি হুতাশন ।
বীর বলি কারে?     কাঁচা মোরে!
হন-হন-শন-শন ধন ।
বাজে অনীল গগন     আসে বৈশাখী ফাগুন
জ্বলছে অন্তর দ্বিগুন ।
দিন প্রলয়ন      ঘনিল অনল-লয়ন,
কায় লসন,ভুসন,দুষন ।
সুন্দর রমনী      ভুলায় মম ধরনী
ঊষার আলো নবগান
ঝর ঝর ঝরনী      নকশী মাঠে অগ্নিবানি
তীমির আধার বান ।।
ঊষার ধ্বনী এখনো জাগেনী নব গান ।।


No comments

Powered by Blogger.