ঝরে যাওয়া পাপড়ি -পুতুল হৃদয়ে তোমার ফুটেছে জুঁই, চামেলী, চন্দ্রমল্লিকা, খোপাতে বেধেছো বেলি, কেয়া, ডালিয়া \ কাঁঠালিচাপা রঙ্গে সেজেছে তোমার অঙ্গ, ঝুমকোলতার সঙ্গে জেসমিন এর সঙ্গ \ হাসনাহেনা, কামিনি, জারুল বাগানবিলাশের স্বপ্ন, মাধবিলতা, ডেওলিলি, পারুল, কাঁটা মেহেদীর পাপড়ি অপরাহ্ন \
No comments