“মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোন মানুষ, কোন জন্তুএবং কোন পাখী যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়।” (সহীহুল বুখারী ২৩২০,মুসলিম১৫৫২) যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহুর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করেদেয়। সহি বুখারী, হাদিস-৪৭৯
No comments