-কাসেদুজ্জামান সেলিম-বিষয়টি যখন আদিম সত্য
বিষয়টি যখন আদিম সত্য
উৎসগর্ঃ সদ্যপ্রয়াত পিতা রফিউদ্দীন জিন্নাহ
-কাসেদুজ্জামান সেলিম
মাটির আদুরে কোলে রেখে এলাম তোমাকে।
ঐ মায়াবী ঔজ্জ্বল্য বিছানায় আতর লোবান
শাদা পোষাকের শয়ন শোভা চির বিদায়ের রূপসজ্জা
যে খোলসে ঢাকলো মাটি বুকচেরা বাঁশ
চটার ক্রুশবিদ্ধ নিরাপত্তা- সেখানে
বর্গীরা কখনো আসবেনা কোনো দিন।
চীনের প্রাচীরের মতো দীর্ঘ শবযাত্রার
মিছিলের সবাই তোমাকে একা
অচেনা ঠিকানায় না ফেরার দেশে
রেখে আসবার সিদ্ধান্তে ছিল একমত।
যদিও আমাদের পূর্বপুরুষেরাও এই নিয়মের অর্ন্তগত
দুঃখমথিত উচ্চারণে ছিলো শব্দ শিল্পের কাতরতা।
গৌরবদীপ্ত তুমি খন্ডকালীন নিবাস
ছেড়ে চলে গেলে ক্ষুধার্ত রোজাদারের মতো
ইফতারির আযান ধ্বনীর অপেক্ষায় জায়নামাজের আসনে।
স্বাক্ষী রইলাম এই কর্ষিত উপতাক্যায় তোমার অতীতকে রেখে।
হে নায়ক, বিশ^াস করো!
কতো বাতাসখেলে যাচ্ছিল মুুহুর্তকে ঘিরে
কত মানুষেরবিষন্ন পোড়া চোখ-ভগ্ন হৃদয়
নিরীহপাখী গাছ- পাতাদের মাথা দোলানো,
কাঁটাগাছ বেয়ে দ্রæত দৌড়াচ্ছিল লাল- কালো পিঁপড়ে
ঝোপে লুকানো ওরা কেউ জানতো না
আমরা শিকারী নই, আত্মসমর্úন করতে এসেছি।
কী আশ্চর্য! এ্যাতো বাতাস
বাতাস নেই শুধু নিথর প্রানের নিঃশ^াসে!
উঁপড়ে ফেলা মাটির উপর ছিল কত ঘাস
কাঁটা- ফুল, ঝরাপাতা
শুখনো ডাল ওদেরও মৃত্যু হলো।
মৃতের সাথী হতেই ওরা হাসিমুখে মৃত
কোনো মানুষতো..................!
হে প্রকৃতি,
তোমার পরশ গাঙচিলের ডানায় মানায়
আগুন পানি বাতাস মাটি যেখানে
সেখানে তুমিই আদিম সত্য।
No comments