ছাগল এবং যুবরাজ -দীপংকর দরস রতন
ছাগল এবং যুবরাজ
-দীপংকর দরস রতন
ছাগলটি হাঁটে, খায়, কাজকর্ম করে,
বসে বসে ঝিমায় এবং স্বপ্ন দেখে।
স্বপ্নে পরীদের সাথে নৃত্য করে
গান গেয়ে সমুদ্রে জলকেলি খেলে।
কখনো তার কেদারায়
আসীন হতে সাধ হয় ।
ছাগলটি ভাবে
আহারে! যদি এক জোড়া ডানা থাকতো
তবে উড়ে যেত হিমালয়ের উপর দিয়ে।
বড় বাড়ীর যুবরাজ ভাবে
ছাগলটি বেশ নাদুস নুদুস।
ছাগল এবং যুবরাজ
এখন বেশ কাছাকাছি \
No comments