বিজয়ানন্দ -শ্যামল কান্তি সরকার
বিজয়ানন্দ
-শ্যামল কান্তি সরকার
একদিন যাদের ইঙ্গিত ষড়যন্ত্রে
পাকসেনারা বাঙ্গালীদের ঠেলে রন্ধ্রে।
ছিনিয়ে নিল মা-বোনের সম্ভ্রম, জীবন
বীরাঙ্গনার অবসান গোটা স্বপন।
লক্ষ শহীদের রক্তে বন্যা রাজপথে
আরে রক্ত ঢালতে পাকসেনার সাথে।
যাদের শঠতায় দেশ রক্তে রঞ্জিত
যাদের শঠতায় জানমাল লুণ্ঠিত ।
আজও রক্তে বন্যার ষড়যন্ত্র পানে
সন্ত্রাসীদের শিবির হয় দিন গুনে।
তাদের চরিত্রে সবাই সজ্ঞানে বিদিত
তাদের আচরণে জাতি আজ বিস্মিত।
একি! চারিদিকে নিষ্পন্দ বায়ু, শোকানল
জীবিতের নয়ন ছুঁয়ে অশ্রু অবিচল।
আদুরে অতিক্রান্তে বিষাক্ত লাশের দুর্গন্ধে
শেয়াল কুকুর ডামাডোলে শকুন মহানন্দে
শ্বাপদের বুলেট লক্ষ মানব লাশে
বিক্ষিপ্তে এখানে-ওখানে জলাশয়ে ভেসে।
জাতির জনকের এক উদাত্ত আহ্ববানে
যার যা ছিল তাই নিয়ে মরনপনে।
শত্রুর মোকাবেলায় দীর্ঘ নয় মাসে
পূর্ব গগনে বিজয়ের রক্তিম সূর্য ভাসে।
ষোলআনা একটি পূর্ণতার নাম
ষোলই ডিসেম্বর একটি মহাবিজয় ধাম
কানায় কানায় ষোল আনায় বিজয়ানন্দে
উঠি মেতে মনের জোরে বিজয়ের
মহানন্দে।
বিজয়াজর্ণে যোদ্ধা হও ও মুক্তিযোদ্ধা
লও সালাম হাজার সালাম ও শ্রদ্ধা।
No comments