সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ - মোঃ মিজানুর রহমান সরদার
সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ
মোঃ মিজানুর রহমান সরদার
সাতই মার্চ রেসকোর্স ময়দানে
ঐতিহাসিক জনসভায় বিপ্লবী নেতা
জাতির জনকের স্বাধীনতার ঘোষণা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ।
এ ছিল যেন বাংলার সাড়ে সাত কোটি
মানুষের মুক্তির মহাসনদ, বাঁচার অধিকার।
তিনি হলেন বাংলার অবিসম্বদিত নেতা,
মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক
মুক্তির দিশারী বজ্রকন্ঠের কবি।
তিনি বলেছিলেন নরঘাতক ইয়াহিয়া খানকে
কিভাবে হত্যা করা হয়েছে বাংলার জনতাকে
কেন তাদের বুকের উপর চালানো হলো গুলি
বঙ্গবন্ধু কোন দিন হতে চাননি দেশের প্রধানমন্ত্রী
25 মার্চ ভয়াল কাল রাত্রি
পৈচাশিক হত্যাকাণ্ড শুরু করে
পাকিস্তান বর্বর সেনাবাহিনী
অপারেশন সার্চ লাইট ছিল
পাকিস্তান বাহিনী? বাঙালি হত্যার নীল নকশা।
No comments