Header top Ads

শোভা বর্ধন -সুরাইয় শরিফ



শোভা বর্ধন
   -সুরাইয় শরিফ

 এই তো সেদিনও ছিলে তোমরা
 1971 সালের প্রারম্ভে
কেউ ছাত্র, কেউ শিক্ষক কেউ কৃষক
কেউ যুবক কেউ নববধূ কেউ বাবা আরও আরও কেউ
চোখের পলকে তোমাদের নিশ্চিহ্ন করে দিল
আমরা এখন 30 লক্ষের তালিকায় তালিকাভূক্ত
 তোমাদের বিনিময়ে আমরা পেয়েছি
 দেশ, পতাকা, সংবিধান
 পত্ পত্ দেশের অস্তিত্বের
 শোভাবর্ধন করে
 পতাকার নিচে দাঁড়িয়ে আমি
 তোমাকেই খুঁজি হে শহীদ
 কিন্তু কখনও কি ভেবে দেখেছি
 তোমার মত দেশ প্রেম আমার মধ্যে আছে কিনা?

No comments

Powered by Blogger.