Header top Ads

-শাহরিয়ার সোহেল এর কবিতা- শিল্পের চাষী


শিল্পের চাষী
উৎসর্গঃ কবি কাসেদুজ্জামান সেলিম
-শাহরিয়ার সোহেল

জনাব কাসেদুজ্জামান সেলিম
শিল্পের পুরাদস্তুর চাষী
নিভৃতে চাষ করেন শিল্পের
ফলান অফুরন্ত সৌন্দর্য্য
কলেজে পড়তাম যখন
দেখতাম রাস্তার মোড়ে মোড়ে
ঝুলানো রঙ বে রঙের ফেস্টুন
একটি নামই সেখানে লেখা
কাসেদুজ্জামান সেলিম

ভাবতাম, কে এই শিল্পী
রাস্তার মোড়ে মোড়ে যার শিল্পীত নাম
অবিনাশী পতাকার মতো পতপত ওড়ে
এক সময় তিনি হয়ে উঠলেন
আমার উপদেষ্টা এবং পরম বন্ধু
অনেক সৌভাগ্যবান ভাবি নিজেকে।

হঠাৎ একদিন ফোনে জানালেন
মধুমেলার স্মরনিকায় লেখা দিতে
আমি ঝটপট লেখা পৌঁছে দিলাম
ছাপা হলো নান্দনিক নিয়মে।
একদিন বললেন, ছোট একটা বাইক কেনো
সময় বাঁচবে কাজে গতি আসবে
বড় সাইজের কিনো না
জীবনের রিস্ক বেড়ে যাবে।
আমি এ কথা স্মরণে রেখে
ছোট একটা বাইক কিনেছি
সেটাও আমার অনেক প্রশান্তি
বট বৃক্ষের মতো ছায়া দেন তিনি
তার অদম্য প্রানস্ফুুরণ আমাদের মাঝে
তাকে জাগিয়ে রেখেছে নিরন্তর
সত্য পথের পথিক, আলোকবর্তিকা
হাতে  নিয়ে পথ দেখিয়েছে চিরশান্তির।

বিস্তৃত শিল্পের চাষী, শিল্প চাষ করুন
আর ফলান অপরূপ সৌন্দর্য্য
চিরদিন বট বৃক্ষের ছায়া আশীর্বাদ হয়ে
ঝরে পড়–ক মাথার ওপর
আদ্যপান্ত মহান শিল্পীর
আয়ু হোক অন্তত হাজার বছর।।

No comments

Powered by Blogger.