-সুরাইয়া শরীফ এর কবিতা বরাত
বারতা
(উৎসর্গঃ
ডাঃ শাহনাজ পারভীনকে)
-সুরাইয়া
শরীফ
কবির প্রতি আমার দায়বদ্ধতা
পৌঁছে দেবো বিশ্বদুয়ারে সে বারতা।
যেখানে তোমার অবিচল চলা,
আছি সেখানে, আছে আমার বলা।
আমি আছি নীরবে-নিভৃতে
তুমি আছ খবরের বিবৃতিতে
আমাদের পথ চলা সংগ্রাম শক্তিতে
থেমে গেলে রেখো তোমার মহিমান্বিতে।
জীবনটা ঠুনকো চুড়ির রিনিঝিনি,
মনে হয় আরো সম্ভার কিনি।
সাধ্য যে কত হিসাব থাকে না আর,
কি করে জানাই কত কথা বলিবার।
স্রোতের বিপরীতে ভেসে থাকা
জীবনটা শূন্যের মাঝে
বিশাল ক্যানভাসে আঁকা।
এই হলো সংগ্রাম চিত্র
জীবনটা নানাভাবে বিচিত্র।
বুঝতে পারার দায়িত্ব তোমার
লেখার গুরুত্ব শুধু-
খন্ডিত অংশের নয়
হোক বিশ্ব মানবতার ।।
No comments