Header top Ads

প্রাণে চাওয়া একটু প্রশান্তি যা নেই অসহায় বণ্যার্তদের মাঝে 2017

যশোর সাতক্ষীরা মহাসড়কের মধ্য স্থান, হাসাডাঙ্গা, ফকিররাস্তা, নাগোরঘোপ, মধ্যকুল, শ্যামকুড়, রতনদিয়া ও কেশবপুর সহ বিভিন্ন জায়গার দোকান পাট এ আর্থক ক্ষয় সহ ব্যবসা বাণিজ্য বন্ধ। তাই অত্রএলাকার  জনগণের  বাজার ঘাট করার জন্য কয়েক মাইল দুরে গিয়ে বাজার করতে হচ্ছে। যা এক জন সাধারণ কৃষকের পক্ষে অসম্ভব। কারণ হেটে আসতে এই পথ পুরো সুস্থ্য সবল লোকের 3-4 ঘন্টা লাগে অর্থত যাওয়া আসা 8 ঘন্টা যা সময় এর ব্যাপার এখানে কি বলবো বলার ভাষা  নেই। আর নৌকা যোগে আসতে সময় লাগে 1 ঘন্টা যাওয়া আসা 2 ঘন্টা খরচ হয় 40 টাকা যা একজন কৃষকের সর্বস্ব হারানোর পর এটা জীবনে দাবি হয়ে দাড়িয়েছে। তাই সকল বিত্যবান লোক ও সরকারের কাছে আহ্বান তাদের সার্বিক ভাবে সহযোগিতা করা হোক। এবং অনতিবিলম্বে হরিয়ার নদী খনন করে এই বিশাল জনগোষ্টির জীবন বাঁচান।




বাড়ি ঘরে ছেড়ে একটু প্রশান্তির জন্য চলে যাচ্ছে অন্য গ্রামে এটাই কি তাদের প্রশান্তি? আপ্রাণ চেষ্টা করেও নিজের ঘরের থাকার উপক্রম নেই আর । ঘরের চালে যখন পানি , তবে আর শান্তির আস্তানা কোথায় হতে পারে। সর্বশেষ গ্রাম ছাড়া এই পথ বেছে নিলেন শত শত জন সংখ্যা


বাড়ি ঘরে ছেড়ে একটু প্রশান্তির জন্য চলে যাচ্ছে অন্য গ্রামে এটাই কি তাদের প্রশান্তি? আপ্রাণ চেষ্টা করেও নিজের ঘরের থাকার উপক্রম নেই আর । ঘরের চালে যখন পানি , তবে আর শান্তির আস্তানা কোথায় হতে পারে। সর্বশেষ গ্রাম ছাড়া এই পথ বেছে নিলেন শত শত জন সংখ্যা

শান্তি সবাই পেতে চাই মরু ভুমিতে মানুষ একটু পানির জন্য হাহা করে আর সোনার বাংলায় মানুষ একটু ডাঙ্গা স্থল জায়গার জন্য হাহা করছে। নিতন্ত শুখের এক পরশ পেল মোঃ বিল্লাল হোসেন গাছের মগ ডালে। কোথাও কোন শুকনো জায়গা না থাকায় গাছের ডালে বসে জীবনের এই মর্মহত  প্রশান্তির জোয়ারে ভাসছে।


পানির ওপর নাম জীবন , আর এই জীবন বাচাতে পানির পরে ভেসে থেকেও একটু পানি পান করতে পারছে না মনিরামপুর থানার কয়েকটা গ্রামের জনগোষ্ঠি, দুষিত পানির বদ্্য জলভূমি আর বণ্যার কবলে পেড়ে মাছের ঘেরের বেড়া জালে বেধে হাজার হাজার মাছ, সাপ ও অন্যান্য জলজ প্রাণি বেধে মরে পচে গলে পানিকে এত দুষিত করছে সে পানিতে হাটাও দূর্বি সহ। এখন পান যোগ্য পানির এত সমস্য যা বলার ভাষা নেই । গ্রামের 95 % টিবেয়েল পানির নিচে দু একটা যেখানে পানির উপরে আছে সেখান থেকে পানি নিতে গলা সমান পানিতে লাইন ও দেওয়া সম্ভাব হচ্ছে না। আর বাড়ি থেকে এত  দুরে যেখান থেকে পানি এনে পান করা সম্ভব হচ্ছে না।



পানির ওপর নাম জীবন , আর এই জীবন বাচাতে পানির পরে ভেসে থেকেও একটু পানি পান করতে পারছে না মনিরামপুর থানার কয়েকটা গ্রামের জনগোষ্ঠি, দুষিত পানির বদ্্য জলভূমি আর বণ্যার কবলে পেড়ে মাছের ঘেরের বেড়া জালে বেধে হাজার হাজার মাছ, সাপ ও অন্যান্য জলজ প্রাণি বেধে মরে পচে গলে পানিকে এত দুষিত করছে সে পানিতে হাটাও দূর্বি সহ। এখন পান যোগ্য পানির এত সমস্য যা বলার ভাষা নেই । গ্রামের 95 % টিবেয়েল পানির নিচে দু একটা যেখানে পানির উপরে আছে সেখান থেকে পানি নিতে গলা সমান পানিতে লাইন ও দেওয়া সম্ভাব হচ্ছে না। আর বাড়ি থেকে এত  দুরে যেখান থেকে পানি এনে পান করা সম্ভব হচ্ছে না।

পানির ওপর নাম জীবন , আর এই জীবন বাচাতে পানির পরে ভেসে থেকেও একটু পানি পান করতে পারছে না মনিরামপুর থানার কয়েকটা গ্রামের জনগোষ্ঠি, দুষিত পানির বদ্্য জলভূমি আর বণ্যার কবলে পেড়ে মাছের ঘেরের বেড়া জালে বেধে হাজার হাজার মাছ, সাপ ও অন্যান্য জলজ প্রাণি বেধে মরে পচে গলে পানিকে এত দুষিত করছে সে পানিতে হাটাও দূর্বি সহ। এখন পান যোগ্য পানির এত সমস্য যা বলার ভাষা নেই । গ্রামের 95 % টিবেয়েল পানির নিচে দু একটা যেখানে পানির উপরে আছে সেখান থেকে পানি নিতে গলা সমান পানিতে লাইন ও দেওয়া সম্ভাব হচ্ছে না। আর বাড়ি থেকে এত  দুরে যেখান থেকে পানি এনে পান করা সম্ভব হচ্ছে না।


পানির ওপর নাম জীবন , আর এই জীবন বাচাতে পানির পরে ভেসে থেকেও একটু পানি পান করতে পারছে না মনিরামপুর থানার কয়েকটা গ্রামের জনগোষ্ঠি, দুষিত পানির বদ্্য জলভূমি আর বণ্যার কবলে পেড়ে মাছের ঘেরের বেড়া জালে বেধে হাজার হাজার মাছ, সাপ ও অন্যান্য জলজ প্রাণি বেধে মরে পচে গলে পানিকে এত দুষিত করছে সে পানিতে হাটাও দূর্বি সহ। এখন পান যোগ্য পানির এত সমস্য যা বলার ভাষা নেই । গ্রামের 95 % টিবেয়েল পানির নিচে দু একটা যেখানে পানির উপরে আছে সেখান থেকে পানি নিতে গলা সমান পানিতে লাইন ও দেওয়া সম্ভাব হচ্ছে না। আর বাড়ি থেকে এত  দুরে যেখান থেকে পানি এনে পান করা সম্ভব হচ্ছে না।


বহু দুর থেকে খাবার পানি সংগ্রহ করছে এক মহিলা

বহু দুর থেকে খাবার পানি সংগ্রহ করছে এক মহিলা


বহু দুর থেকে খাবার পানি সংগ্রহ করছে কয়েক  মহিলা


বহু দুর থেকে খাবার পানি সংগ্রহ করছে কয়েক  মহিলা

No comments

Powered by Blogger.