Header top Ads

দ্বীন ইসলাম/ নাঈম রেজাদ্বীন ইসলাম
নাঈম রেজা
শুক্রবার
মোবারকগঞ্জ


এই খানেতে ঐই খানেতে শতফুলের দোলা
পথে পথে কাধে কাধে বেডিং পাতি ঝোলা ।
এত ফুলের মাঝে রঙ্গিন কাল ফুল
মানুষের মাঝে রয়ে গেল অজানা এক ভুল!

দুয়ার খুলে দেখি পৃথিবীর বিচিত্রা মুখ
তারি মাঝে খুজে পায় অচিন্ত শুখ ;
বিধাতা মালিক বিধাতা করে সব
এক আল­াহ তিনিই মোদের রব ;
সারা দুনিয়ার ভুল ভেঙ্গে উঠেছি সুয্যের হাসি হেসে
যত দিন থাকবে জান যাব দ্বীন ইসলাম ভালবেসে ।

No comments

Powered by Blogger.