Header top Ads

প্রাঞ্জলতা / নাঈম রেজা


প্রাঞ্জলতা
নাঈম রেজা
০২/০৫/০৬
মঙ্গলবার
যশোর ।
আষাঢ়ে ফাগুন লাগিয়ে
         জাগ ‘হে”শ্রাবণে,
দুইটি লাইন কবিতার কারণে,
         আজি “প্রাঞ্জলতার স্বরণে ।
সেদিন কার,কথা ভুলিবনা মোরা
         জাগ হে নব তরুন,
সাহিত্যের কাছে প্রাঞ্জলতা
          নয়,নয় হে,করুন !
আষাঢ়ে স্বরণ তোমাই
          শ্রবণে লাবন্য”
বিশ্বের বুকে জানিযে তোমাই
         মোরা সবাই ধন্য ।
পন করেছি,আমরা সবাই
          ধন্য তোমাই করবই!
ধন্য মোরা“প্রাঞ্জলতার” জন্য !!

No comments

Powered by Blogger.