Header top Ads

প্রস্রাব পায়খানায় প্রবেশ ও বাহির হওয়ার দোয়া


ইসলমের জীবন বিধানে চলার পথে আল্লাহর  হুকুম ও নবীর তরিকায় চললে সমস্ত কাজ ইবাদত বলে গণ্য হয়।
সকল কাজ কর্মে  আল্লাহর  হুকুম ও নবীর তরিকায় করতে দোয়া পড়ে কাজ শুরু করা।

প্রবেশের হইবার দোয়া
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি অল খাবায়িস”
অর্থঃ হে আল্লাহ, আমি আপনার আশ্রায় প্রার্থনা করছি  দুষ্ট পুরুষ জ্বিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে।

বাহির হইবার দোয়া
“গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযি আযহাব আন্নি আযাওয়া ফানি”
অর্থঃ আমি আপনার নিকট ক্ষমা প্রাথনা করিতেছি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কষ্টকর জিনিস আমার থেকে বের করিয়া দিয়েছেন এবং আমাকে নিরাপত্তা দান করিয়াছেন।

No comments

Powered by Blogger.