Header top Ads

আওতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর ২০২২ চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিন

 ♦ এফপিএবি যশোর শাখা কর্তৃক পরিচালিত যুব  প্রকল্পের  আওতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস  উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে  এফপিএবি যশোর শাখা মিলনায়তনে বিকাল ৩ টায় চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় যশোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  যশোর শাখার জেলা কর্মকর্তা জনাব মোঃ আবিদুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনাব মোঃ নাঈম রেজা,  প্রতিষ্ঠাতা পরিচালক সিনারী র্আট স্ক’ল ও কর্মাশিয়াল আটিষ্ট, এফপিএবি যশোর শাখার কো –অডিনেটর প্রোগ্রাম মোঃ আজিজুল ইসলাম ,সায়মা সুলতানা, রিয়াজ মোহাম্মদ জগলু ও তারার মেলার সদস্যাগণ ও  মুহাসিনা মঞ্জুু, ড্রয়িং এন্ড পেইন্টিং সিনারী র্আট স্কুল যশোর সহ রাজিন মাহামুদ, আইটি বিশেষজ্ঞ, যশোর ডিজিটাল আইটি, প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।



আন্তর্জাতিক অভিবাসী দিবস  উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে  এফপিএবি যশোর শাখা মিলনায়তনে বিকাল ৩ টায় চিত্রাংকন প্রতিযোগীতার একাংশ



আন্তর্জাতিক অভিবাসী দিবস  উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে  এফপিএবি যশোর শাখা মিলনায়তনে বিকাল ৩ টায় চিত্রাংকন প্রতিযোগীতার একাংশ



No comments

Powered by Blogger.