Header top Ads

Dengue fever in Bangladesh 2019


ডেঙ্গু রোগ পরিচিতিঃ
ডেঙ্গু কীটপতঙ্গ বাহিত একটি সংক্রামক রোগ। এডিস জাতীয় মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। এডিস জাতীয় মশা দেখতে অনেকটা কিউলেক্স মশার মতো তবে গায়ে ডোরাকাটা দাগ আছে। এই মশা স্বচ্ছ পানিতে থাকতে ভালোবাসে। ফুলের টব, ভাঙ্গা হাড়ি পাতিল, কলস, গাড়ীর পরিত্যাক্ত টায়ার, কৌটা, নারিকেল বা ডাবের খোলা ইত্যাদি যেখানে স্বচ্ছ পানি থাকে সেখানে এডিস মশা বংশবৃদ্ধি করে। এডিস মশা আলো আঁধারিতে (সকাল-সন্ধ্যা) কামড়ায়। 


ডেঙ্গু জ্বরের লক্ষণ ঃ
  1. শরীরের তাপমাত্রা হঠাৎ করে ১০৪-১০৫ ডিগ্রি বৃদ্ধি পায়। 
  2. মাথা ব্যথা, মাংসপেশী, চোখের পিছনে, পেটে ব্যথা এবং হাড়ে বিশেষ করে মেরুদন্ডে ব্যথা হয়। 
  3. অরুচি, বমি বমি ভাব ও বমি করা। 
  4. চামড়ার নিচে রক্তক্ষরণ, চোখে রক্তক্ষরণ, চোখে রক্ত জমাট বাঁধা।
  5. লালচে/কালো রংয়ের পায়খানা, দাঁতের মাড়ি, নাক-মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হয়। 
  6. রক্তচাপ হ্রাস, নাড়ির গতি দ্রæত হওয়া, ছটফট করা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে পড়া।
  7. শরীরে হামের মতো দানা দেখা দিতে পারে। 
  8. মারাত্মক ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে শরীরে অন্তঃস্থিত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হতে রক্তক্ষরণ ও ফুসফুসে পানি জমতে পারে।



ডেঙ্গু জ্বরে করণীয় ঃ
  1. ডেঙ্গু জ্বর হলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকর্মীকে খবর দিবেন বা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। 
  2. জ্বর যাতে না বাড়ে সেজন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ ডাক্তারের পরামর্শক্রমে খেতে পারেন। 
  3. রোগীর মাথায় পানি দিন বা ভিজা কাপড় দিয়ে মুছে দিন। 
  4. রোগীকে প্রচুর পরিমানে তরল ও স্বাভাবিক খাবার খেতে দিন।
  5. রোগ বৃদ্ধি পেলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিন। 




ডেঙ্গু প্রতিরোধের উপায় ঃ

1. ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ভাঙ্গা হাড়ি-পাতিল, টিনের কৌটা, গাড়ীর পরিত্যাক্ত টায়ার, ভাঙ্গা কলস, নারিকেল ও ডাবের খোসা, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দেবেন না। 
2. যেসব স্থানে মশা জন্মায় সেসব স্থানে পানি জমতে দেবেন না। 
3. বাড়ির ভেতর আঙ্গিনা পরিস্কার রাখুন।
4. দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহার করুন। 
5. প্রয়োজনে মশার কয়েল ব্যবহার করুন।  
6. ঘরের বাথরুমে কোথাও  জমানো পানি ৫ দিনের বেশি যেন না থাকে। 
7. বাচ্চাদের যারা স্কুলে যায়, তাদের হাফ প্যান্ট না পরিয়ে ফুলপ্যান্ট পরিয়ে স্কুলে পাঠাতে হবে। 
8. ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই মশারীর মধ্যে রাখতে হবে। 
9. একমাত্র সচেতনতার মাধ্যমেই এর হাত থেকে বেঁচে থাকা সম্ভব। 

 সচেতন থাকুন,
ডেঙ্গু প্রতিরোধ
করুন।



এডিস মশার
বংশ করতে 
হবে ধ্বংস



যখনি ঘুমাতে
যাবো বাড়ি
টানাতে হবে মশারী

যদি হয় ডেঙ্গু
হয়ে যাবে পঙ্গু

নিজ এলাকা পরিস্কার রাখি 
ডেঙ্গু থেকে সবাই বাঁচি


পরিস্কার পরিচ্ছন্নতা খুব দরকার
ডেঙ্গু ধ্বংস করার প্রধান হাতিয়ার

The dengue situation in the country is getting worse this year as the number of infected people has more than doubled since last month, compared with the same period last year.


No comments

Powered by Blogger.