অন্তর জুড়ে নববর্ষ -ডাঃ মোকাররম হোসেন
অন্তর জুড়ে নববর্ষ
-ডাঃ মোকাররম হোসেন
এসো এসো স্বাগতম, এসো বৈশাখ,
দেশ জুড়ে আনন্দে, বাজে ঢোল ঢাক।
জেগে ওঠে দিবাকর, দিগন্ত ফুড়ে
নববর্ষ বাঙ্গালীর, অন্তর জুড়ে।
প্রভাতেই শুরু হয়, ধর্মের রিতি,
সকলেই মেনে চলে, স্বকীয় নীতি।
শুভদিনে হালখাতা, কৃষ্টির ধারা,
উদ্ভাসিত হাসিতে, মধুমুখ করা।
ফিরে দেখা অন্তরে, শেকড়ের টান,
বাউল পল্লীগীতি, ভাটিয়ালী গান।
উল্লাসে জৌলুসে, নাচে গানে ভরা।
ঝলমল উজ্জল, জাগে বসুন্ধরা।
শানুকে পান্তা ইলিশ, মজাদার খাদ্য,
ইতিহাস ঐতিহ্য, ভোলে কার সাধ্য।
ঝিলিমিলি ঝলমল, বৈশাখী মেলা,
ঘুরপাকে দোলখায়, ঘোরে নাগরদোলা
শাড়ী আর পাঞ্জাবী, বাঙ্গালীর সাজ,
তরুন তরুনী আজ রানী মহারাজ।
বৈশাখী আনন্দ বহে ঘরে ঘরে
এধারা বহমান যুগ যুগ ধরে \
No comments