বিজয় দিবস -ফাতিমা পারভীন
বিজয় দিবস
-ফাতিমা পারভীন
ষোলই ডিসেম্বর বিজয় দিবস
ছিনিয়ে এনেছ বিজয় নিশান।
গর্বিত মোরা তোমার জন্য
রক্ষা করেছ দেশের মান।
বিজয় দিবস তুমি রক্তের বন্যায় ভেসে যাওয়া
ত্রিশ লক্ষ তাজা প্রাণ।
বিজয় দিবস দুই সাহসী মুক্তিসেনার
দুঃসাহসিক অভিযান।
বিজয় দিবস তুমি বেদনার্ত হৃদয়
সন্তান হারা সহস্ত্র মায়ের।
গর্বিত ইজ্জত তুমি
দুই লক্ষ মা-বোনের।
বিজয় দিবস তুমি পাক হানাদারের
বর্বরতার শিকার হওয়া বাঙ্গালীর অহংকার
বিজয় দিবস তুমি বধ্যভূমি
একাত্তরের গণহত্যার।
বিজয় দিবস তুমি
রক্তে ভেজা সবুজ পতাকা।
বিজয় দিবস তুমি
অনেক কষ্টে অর্জিত বাঙালির স্বাধীনতা
No comments