স্বাধীনতার ইতিহাস -মাজহারুল ইসলাম অনিক
স্বাধীনতার ইতিহাস
-মাজহারুল ইসলাম অনিক
ক্লাইভ কা্কার শাসন শেষে গাইছি স্বাধীন গান
এমন সময় যুক্ত হলো শুরু পাকিস্তান।
কলকারখানা গাড়ি-বাড়ি হচ্ছে ওদের দেশে
লুটেপুটে ইচ্ছেমতো খাচ্ছে শকুন বেশে।
খাকি জামার চাকরিগুলো করবে শুধু ওরা
মুখের ওপর কথা বললে ছুড়বে দামি ছোঁড়া
উন্নয়নের টাকা দিয়ে সাজাচ্ছে ওদের দেশ
থলের মাঝে টান পরলে বাড়ছে করের রেশ
এইভাবে যে অনেক বছর হল একাই পার
বঙ্গবন্ধুর কথা শুনে পেলাম সুখের দ্বার।
ছোড়া লাঠি যাহাই আছে পড়ো এবার ঝেঁপে
কাল রাতের অন্ধকারে শত্রু এলো খেপে।
রক্ত যখন দিচ্ছি সবে দেব না হয় আরো
মাথারই ঘাম পায়ে ফেলে সত্রুগুলো মারো।
কালো গোঁফেই কেমন করে চলবে দেশের বুকে?
বাংলা মায়ের দামাল ছেলে পরল একাই ঝুঁকে?
অনেক রক্ত দেওয়ার শেষে পেলাম একটি দেশ
স্বাধীন দেশে থাকলোনা আর শত্রুসেনার রেশ
সেইতো আমার সবার প্রিয় সোনার বাংলাদেশ,
রুপে গুনে তুলনাতে হয়না কভু শেষ।
No comments