বিজয়ের মাস -ডাঃ মোঃ আক্তার হোসেন
বিজয়ের মাস
-ডাঃ মোঃ আক্তার হোসেন
16 ই ডিসেম্বর এলেই মনে পড়ে
বাঙালি জাতির বিজয়ের মাস.
আজ প্রজন্মের শিশুরা জানতে চায়
16 ডিসেম্বর বিজয়ী মাসের ইতিহাস।
বিজয় দেখেছি 1971 এ 16ই
ডিসেম্বর
এই স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ মানুষ শহীদ হল
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্ত ঝরেছে রাজপথে
ওরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটি রাঙ্গিয়েছিল,
আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি 16 ডিসেম্বর এলেই
বারবার মনে পড়ে সেই 30 লক্ষ শহীদদের রক্তের কথা
পাকিস্তানের বিরুদ্ধে নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে
30 লক্ষ প্রাণ গেলেও মোদের রক্ত যায় নাই বৃথা
প্রতি বছর ঘুরে এলেই মনে করে দেয় বিজয়ের মাস
16 ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের কথা
এই যুদ্ধে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে
তাই আজ 16 ডিসেম্বর বাঙালি জাতির মনে কত ব্যথা
স্বাধীনতার যুদ্ধে কতযে মা-বোন সেদিন ধর্ষিত হয়েছিল
কত মা বোন ওই যুদ্ধে যেয়ে জীবন দিতে হল
বাঙ্গালী মায়ের সন্তানেরা রাজপথে
বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল
তবুও ওরা দেশকে স্বাধীন করে কতযে
মায়ের কোল খালি করে বিদায় নিয়ে চলে গেল
16
ডিসেম্বরেই বারবার মনে পড়ে স্বাধীনতা যুদ্ধের কথা
যাদের রক্তে রঞ্জিত হলো লাল সবুজের পতাকা
রক্ত দিয়ে সেদিন লেখা হয়েছিল আমার বাংলা ভাষা
অ,আ,ক,কে ভালো বাসিতেভুলিনাই মায়ের ভাষা
স্বাধীনতার যুদ্ধে বুলেট চালিয়ে নরপিচাশ এরা
ভাঙ্গিলো বুকের খাচা
বিজয়ের মাস 16
ডিসেম্বর প্রতিটি বাঙালির হৃদয়ে আছে গাঁথা
পশ্চিমা শাসকদের কাছে যুদ্ধে কখনো নত করে নাই মাথা
দেশ স্বাধীন করে ও বাংলার মাটিতে বেঁচে নাই তারা;
26 শে ডিসেম্বর স্বাধীনতায় শহীদ হয়েছিল যারা
শহীদ হয়েছিল আমারি ভাই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল,
মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, রুহুল আমিন,
মতিউর রহমান, মুন্সী আব্দুর রউফ, নূর মোহাম্মদ শেখ ওরা
ঘাতক এর কাছে নত হয় নাই তবু প্রাণ দিয়েছে তারা
স্বাধীনতা যুদ্ধে জাতিকে ভালবেসে যারা জীবন করে গেছে দান
16 ডিসেম্বর বিজয়ের মাস এলেই আজীবন শ্রদ্ধাদেব
তাদেরই যোগ্য প্রতিদান
যারা দেশ স্বাধীন করে জীবন দিয়ে চলে গেছে
ওরাই আজ জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান,
প্রতিটি বাঙালির হৃদয় গাঁথা আছে তাদের স্মৃতি
16 ই ডিসেম্বর বিজয়ের মাসে শহীদদের স্মরণে
আমরা আজীবন জানাবো তাদেরকে সম্মান।
No comments