বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব -ডাঃ মোকাররম হোসেন
বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব
-ডাঃ মোকাররম হোসেন
7 ই মার্চ বঙ্গবন্ধু গাইলেন যখন গান.
একটি গানেই দেশ ছাড়িল পাকিস্তানি খান।
কোটি কোটি বাঙালি শ্রোতা রেসকোর্স ময়দানে,
ধমনীতে উত্তেজনা, শেখ মুজিবরের গানে।
যুদ্ধে যাবার প্রেরণা ছিল সেই বিদ্রোহী সুরে,
বাঙালিরা উজ্জীবিত, দাঁড়িয়ে গেল ঘুরে।
জয় বাংলা জয়ের ধ্বনি যুদ্ধে যাবার মন্ত্র,
দা- কুড়াল আর লাঠি ছিল যুদ্ধ করার যন্ত্র।
ছন্দে ছন্দে আশার বাণী, আসবে জাতীর মুক্তি
বঙ্গবন্ধুর প্রতি কথায়, যুগিয়েছিল শক্তি।
স্বাধীনতা অর্জন, ইস্পাত কঠিন শক্ত,
সম্ভ্রম দিল মা-বোনেরা দিল বুকের রক্ত।
যে ভাষণটা শুনে মানুষ থমকে যায় দাঁড়িয়ে,
দেশ থেকে তা দেশান্তরে, যা গেল আজ ছড়িয়ে।
ইউনেস্কোর জরিপ মতে, যত ভাষণ বিশ্বে,
7 মার্চের সেই ভাষনটা আজকে সবার শীর্ষে।
স্বাধীনতার ঘোষক নিয়ে, কত ষড়যন্ত্র,
কোথায় গেল জ্ঞান পাজিদের জ্ঞানের মন্ত্র তন্ত্র?
মিথ্যে দিয়ে সত্য ঢাকা, কি জঘন্য কাজ,
কেমন করে রাখবে ঢেকে, ছাই মাখা মুখ আজ?
No comments