আকাঙ্ক্ষা -রাশিদা আখ্তার লিলি
আকাঙ্ক্ষা
-রাশিদা আখ্তার লিলি
দেখতে আমার ইচ্ছে করে সেই মহান নেতার মুখ,
যিনি ঘুচিয়েছিলেন পরাধীনতার দুঃখ।
রয়েল বেঙ্গল টাইগারের মতো হুংকার দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন,
দিয়েছিলেন স্বাধীনতার ডাক।
বিপ্লবী নেতা বঙ্গবন্ধু যে তার নাম।
জেনেছি তিনি লেলিহান শিখার মত
জ্বেলেছিলেন স্বাধীনতার দাবানল।
সেই দাবানলের সাথী হয়ে ঘুমন্ত বাঙালিরা
দুরন্ত দুর্বার গতিতে রূপ নিয়েছিল
উত্তাল সমুদ্রের মতো জাগ্রত বাঙালি বীরের।
মহাপ্লাবনের মত ভাসিয়ে দিয়েছিল,
শত্রুপক্ষ পাক সেনাদের আস্তানা।
তছনছ করে ছিঁড়ে দিয়েছিল,
তাদের ষড়যন্ত্রের জাল।
আফসোস করি- জন্ম নেয়নি কেন
একাত্তরের পূর্ব লগ্নে সেই শুভক্ষণে,
তাহলে যে আমি দেখতে পেতাম
স্বাধীনতার সংগ্রামের পূর্ণ যৌবনকে।
দেখতে পেতাম লাখো শহীদের রক্তে
স্নান করা বাংলা মায়ের লাল মুখ।
তারই মাঝে খুঁজে পেতাম যে আমি
স্বাধীনতা লাভের সুখ।
No comments