Header top Ads

সাপ ভীতি -স্বপন মোহাম্মদ কামাল


সাপ  ভীতি
  -স্বপন  মোহাম্মদ কামাল

  এইদিন অজগর সাপের মতন
 টানটান পেট করে পোহায় সে রোদ,
 আঙ্গিনায় পড়ে থাকে সে ভীষণ দেহ,
 শিশু আর নারী সব ভুলেছে   প্রমোদ

 রোদের আরক সব একা পান করে
 অনাহুত সেই সাপ হাঁ করে বিশাল,
 আধারের ভাঙ্গা সাঁকো পার হতে গিয়ে
 নাজুক কাফেলা সব হয় বেসামাল

 আজকের এই দিনে কোন আলো নেই
  যেন এক বিভীষণ রাতের আঁধার,
মানুষের চোখে শুধু দ্বিধা-সংশয়
 অজগর ভীত্তি নিয়ে দিন করে পার

 আমাদের পায়ে পায়ে সাপের শেকল
 তবু ছোবলে আমি নই  নিশ্চুপ,
শৃঙ্খলে অবনত  নই কখনোই
দূর করি এই সাপ জ্বেলে দিয়ে ধুপ
আমি সাপুড়ে হয়ে হাতে   নিই বীণ
নিপীড়িত জনতারা বানাচ্ছে খাঁচা,
তিলে তিলে গড়ে ওঠা সাহসের শোভা
 প্রশ্ন একটা আজ-মরা  নয় বাঁচা

  সাপ ভীতি তাড়াবোই সমাজ থেকে
আঙ্গিনায় ভরে যাবে ফসলের দানা,
  ভয়হীন নারীদের প্রাঞ্জল গানে-
 নেচে ওঠা সে প্রণয় শুনবে না মানা

No comments

Powered by Blogger.