Header top Ads

আবার এলো -আনোয়ারুল ইসলাম


আবার এলো
 -আনোয়ারুল ইসলাম

 ষোলই ডিসেম্বর আমাদের গর্ব অহংকার
  মুছতে পারে একে  তেমন সাধ্য আছে কার?

 পাক শাসকের  অত্যাচারের করলে পতিবাদ
 নামতো শিরে ডান্ডা, শেষে মিলতো অবসাদ
এমনি করে যায় না বাঁচা স্বাধীনতা চাই
 এছাড়া তো ভিন্ন কোন উপায় জানা নাই
 এটা ছিল বাঁচার লড়াই অন্য কিছু নয়
  ভয়ের দেশে চেয়েছি যে আনতে বরাভয়

  পাক সেনাদের সাথে হলো যুদ্ধ ভয়ংকর
তাদের সাথে আরও ছিল দালাল তস্কর
 আগুনে ছাই ঘরবাড়ি আর শখের সবুজ বন
 চর্মচোখে এ সব দেখে  সইবো কতক্ষণ
 নারী শিশুর   ক্রন্দনেতে কাঁপলো ধরাটাই
স্বপ্নগুলো ভস্ম হল জাগল সাড়া তাই
রক্তবানে ভাসলো মাটি ঝরল নিযুত প্রাণ
বীর বাঙ্গালী পারল না আর সইতে অপমান
 তখন দেশের দামালেরা জীবন করে  পন
 করল লড়াই অস্ত্র হাতে  পারলো যতক্ষণ
 তাদের আত্মত্যাগের ফলে স্বাধীন হলো দেশ
সেই না দেশের রূপের কথা হয়না বলে শেষ

 বছর ঘুরে আবার এলো ষোলই ডিসেম্বর
 শহীদ ভাইয়ের জন্য আজও  কাঁদে যে অন্তর

No comments

Powered by Blogger.