নয় পরাজয়- মোঃ ফারুক হোসেন
নয় পরাজয়
মোঃ ফারুক হোসেন
বিজয় মানে নয় পরাজয়
একাত্তরে পেয়েছি,
নতুন করে বাচার আশা
গর্জে সবাই উঠেছি।
পাইনি রেহাই, রেহাই পাইনি
মা বোনেদের আকুতি,
শুনব না আর মানবনা সব
রাজাকারদের মিনতি।
করছি বিচার হবেই বিচার
হবে না যে ঘাটতি,
বাধা দিলে রুখব সবাই
এদেশের মাটিতে।
মন ভেঙ্গে সব গুড়িয়ে ছিল
পাকিস্তানের হানাদার,
সাথে এসে যোগ দিয়েছিল
মোনাফেক ঐ রাজাকার।
শ্রমিক, কবি, বুদ্ধিজীবি
দিয়েছিল তাদের প্রাণ,
এখন আমরা সবাই মিলে
গড়ব দেশ রাখব মান।
No comments