-মোসাঃ তানিয়া খাতুন এর কবিতা এক একুশের দিনে
এক একুশের দিনে
-মোসাঃ তানিয়া খাতুন
আগুন ঝরা এক তপ্ত একুশে
রাখতে মায়ের মান,
বাংলা মায়ের দামাল ছেলেরা
দিলো তাদের প্রাণ।
ভাষার জন্য রাজপথে
রক্ত দিলো ওরা,
তাইতো দেশের লাল সবুজ
এই পতাকা ওড়া।
জীবন টাকে বাজি রেখে
আনলো কেড়ে ভাষা
বাংলা ভাষায় তাইতো খুকির
এত্তো মিষ্টি হাসা।
ভাষার জন্য নয় মাস যুদ্ধ হলো
রক্তে রাঙ্গা একুশ আমি
ভুলি কেমনে বলো।
No comments