স্বাধীনতা -ডাঃ অনুপ কুমার বিশ্বাস শহীদ রফিক বলছেন আজ বাংলার প্রতি ঘরে। রাষ্ট্রভাষা বাংলা করতে আসবো না আর ফিরে। আমরা যারা ভাষার জন্য জীবন দিয়েছি বলতে পারো তার বিনিময়ে আমরা কি পেয়েছি? অনেক কষ্টে অর্জিত এই বাংলাদেশের মাটি। বাংলা ভাষার বর্ণমালায় আমরা বেঁচে আছি।
No comments