কবি মোঃ শাহিদুর রহমান এর কবিতা - সর্বহারা
সর্বহারা
শাহিদুর রহমান
আমরা হাটছি,
গ্রামের পথে পার হয়ে মাঠের ভেতর দিয়ে,
সরু রাস্তা, দুপাশে ফসলের হাতছানি।
আমরা হাটছি,
ঘুট ঘুটে অন্ধকার। সবুজ না ধূসর
বোঝার উপায় নেই।
মাঝে মাঝে হাওয়া নামক তমস্বিনী
গায়ে দোলা দেয়।
আকাশে মেঘের লুকোচুরি খেলাতে হালকা আলোর পরশ।
তবুও বোঝার উপায় নেই আমি কে, কে আমার।
মনে ভাবলাম এত চেনা বা চেনাবার কি দরকার।
কমরেড তো চেনে।
একদিন কমরেডকে প্রশ্ন করেছিলাম,
দাদা শাষকের সাথে সম্পর্ক রেখে
শোষিতদের শোষন করা কোন বিপ্লব?
কোন সংগ্রাম?
উনি বললেন নতুন বিপ্লবীদের
এত প্রশ্ন করতে নেই, দেখে শিখতে হয়।
আজ রাতেই একটা শত্রæ খতম হবে,
প্রশ্ন ছিল, বিপ্লবী হবার জন্য খুন করা কি জরুরী?
খুন করলে তো ধর্মের আদালতে দোষী হয়ে যাব।
উত্তর এল ধমকের সুরে,
ধর্মে বিশ্বাস থাকলে বিপ্লবী হবি কি করে।
শাহিদুর রহমান
আমরা হাটছি,
গ্রামের পথে পার হয়ে মাঠের ভেতর দিয়ে,
সরু রাস্তা, দুপাশে ফসলের হাতছানি।
আমরা হাটছি,
ঘুট ঘুটে অন্ধকার। সবুজ না ধূসর
বোঝার উপায় নেই।
মাঝে মাঝে হাওয়া নামক তমস্বিনী
গায়ে দোলা দেয়।
আকাশে মেঘের লুকোচুরি খেলাতে হালকা আলোর পরশ।
তবুও বোঝার উপায় নেই আমি কে, কে আমার।
মনে ভাবলাম এত চেনা বা চেনাবার কি দরকার।
কমরেড তো চেনে।
একদিন কমরেডকে প্রশ্ন করেছিলাম,
দাদা শাষকের সাথে সম্পর্ক রেখে
শোষিতদের শোষন করা কোন বিপ্লব?
কোন সংগ্রাম?
উনি বললেন নতুন বিপ্লবীদের
এত প্রশ্ন করতে নেই, দেখে শিখতে হয়।
আজ রাতেই একটা শত্রæ খতম হবে,
প্রশ্ন ছিল, বিপ্লবী হবার জন্য খুন করা কি জরুরী?
খুন করলে তো ধর্মের আদালতে দোষী হয়ে যাব।
উত্তর এল ধমকের সুরে,
ধর্মে বিশ্বাস থাকলে বিপ্লবী হবি কি করে।
No comments