কবি ফাতিমা পারভীন এর কবিতা -ঐ মেয়েটি
ঐ মেয়েটি
-ফাতিমা পারভীন
কে গো ঐ মেয়েটি
ঝিলের জলে শাপলা তোলে?
চিনতে পারছিনা
দেখিতো জলের ধারে গিয়ে
সে কি! এ যে আমাদের ইমান স্যারের মেয়ে
দেখেছি যাকে ইউ.আর.সি তে যেয়ে।
হাটি হাটি পা পা করে হাটতে
ছোট দুটি পায়ে
আলত চোখে থাকত
সবার পানে চেয়ে
বাবার সাথে খেলত
দুটি ছোট হাত দিয়ে
খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে
আস্তে দিত হাত দুটিকে মেলে।
আধোস্বরে বলতো বাবা
নাওনা আমায় কোলে
লক্ষীসোনা বলে বাবা
নিত বুকে তুলে
কত বড় হয়েছে আজ
সেদিনের ছোট্ট একটি মেয়ে
শাপলা তুলছে ঝিলের জলে গিয়ে।
No comments