Header top Ads

রোহিঙ্গা -আমিরুল ইসলাম রন্টু এর কবিতা রোহিঙ্গা


রোহিঙ্গা
-আমিরুল ইসলাম রন্টু

রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা
আরাকানী রোহিঙ্গা তারা
কেবল মানাধিককাল ধইরা
রোহিঙ্গা ছাড়া কিছুই বুঝছি না,
আর কিছুই শুনছি না আমরা
শুধু দেখছি, শুনছি আর পড়ছি
রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা

 রোহিঙ্গারা আজ প্রায় সকলে উদ্বাস্তু
 বিশ্ব আসলে হয়েছে জড় বস্তু
মানবতা চলছে এখন বড়ই উড়ান্ত
বিশ্ব শান্তি এখনো রয়েছে ঝুলান্ত
সকল পারাশক্তি মিলে  হয়েছে এক জোট
বিশ্ব নিতে পারছে না তাদের একচোট
বিদ্যমান বিশ্ব অশান্তি রয়েছে খাঁড়িয়ে
বিশ্বব্যপী চোখমেলে আছে শুধু তাকিয়ে
সবকিছু চলেছে এখন বাত কি বাত,
এখন সকলের যাচ্ছে বড় আঁধার রাত
আসলে এখন করার কি আছে উপায়
রোহিঙ্গারা পড়েছে নারকীয় সমস্যায়
লাখ লাখ প্রাণ এখন শুধু যায় যায়
কত কত প্রাণ গেছে তার হিসাব নাই,
যদিও বিশ্বব্যাপী রোহিঙ্গা বাঁচতে চায়
কিন্তু পারছে  না তারা বড়ো বেশি অসহায়,
একাত্তর সেসব  আমাদের স্মরণ করিয়ে দেয়
রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা তারা,
ছিন্নমূল আরাকানে রহিঙ্গারা

এখন কি প্রস্তুত মুক্তির লড়াইয়ে তারা ?

No comments

Powered by Blogger.