কবি রেজাউল করিম রোমেল এর কবিতা-শিশুর মন
শিশুর মন
-রেজাউল করিম রোমেল
মা’বলে তুই ডাক্তার হবি
বাবা বলে ইঞ্জিনিয়ার
তাঁদের স্বপ্ন করতে পূরণ
আমার তো আছে করার।
সকাল বেলা ব্যাগের বোঝা
কাঁধে নিয়ে স্কুলে,
তারপর যাই কোচিং-য়েতে
পড়তে হবে বই খুলে।
দুপুর বেলা খাওয়া শেষ করি
প্রাইভেট স্যার বাড়িতে,
সন্ধ্যা হলেই পড়তে বসো
বাবা মার বাড়িতে।
সারাদিন শুধু পড়া আর পড়া
স্কুলে আর কোচিং-এ
ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হলে
আমার কথা বুঝবে কে?
আমারো তো ইচ্ছে করে
পাখি হয়ে উড়তে,
এদিক সেদিক উড়ে গিয়ে
সারাদিনটা ঘুরতে।।
No comments