Header top Ads

Shahriar Shohel 01825 048470, শাহরিয়ার সোহেল এর কবিতা “কী করে ঘুমাবো আমি ?”


কী করে ঘুমাবো আমি ?
শাহরিয়ার সোহেল
মধ্যরাতের কিছুটা বেশী
মুয়াজ্জিনেরা জেগে উঠবে শীঘ্রই
ঘোষণা দেবে, ‘ঘুমের চেয়ে নামাজ উত্তম’
আমি ঘুমাতে পারিনা
আমার চোখের ভেতর ভেসে ওঠে
সেই সব মানুষ নামের ইতর শ্রেণি
ড্রেনে বয়ে যাওয়া প্রবাহিত
মল-মূত্রের মতো জীবন যাদের
যাদের শিশুদের নাকে থাকে
বারো মাস কদর্যতা, চোখে পিঁচুটি
গালে ম্যানহোলের গন্ধ, শরীর জুড়ে
চর্মরোগ, বেঁচে থাকে নিদারুণ অসহায়
ঢাকা শহরের আলিশান বহুতল ভবনের নিচে
কখনো ওভার ব্রিজের নিচে
কখনো বড় গোল পাইপের ভেতর
ঝড়ে বৃষ্টিতে-বন্যায় অথবা হাড় কাঁপুনি শীতে
ওদের ইজ্জত হারাবার কোন ভয় নেই
হয়ত ওদের কোন ইজ্জতই নেই
কোলে তাদের অবুঝ সন্তান
শুকনো ঝুলে পড়া লাউয়ের মতো
স্তন থেকে চুইয়ে চুইয়ে পড়া ফোঁটা ফোঁটা
অমৃত খাদ্য শিশুর জন্য বরাদ্দ অবিচল
তাদের মুখের দিকে তাকানো যায় না
চুলগুলো জটে ভরা, চোখগুলো বিমর্ষ
সুপ্ত আগুনের জীবন্ত ভাণ্ডার, গায়ে পাঠার
গন্ধ, সারাদিন এরা ঝিমায়
খুব সামান্য খাদ্য-কোথায় পায় ?
প্রকৃতির ডাকে সাড়া দিতে কোথায় যায় ?
রাত গভীর হলে ১০/২০ টাকা যা হয়
ওতেই চলে
ওদের কাছেও আসে নির্ঘুম রাতে
ভিনগ্রহের পুরুষ মানুষ, নোংরা শহরের
নিপুণ আভিজাত্য তরতর করে বাড়ে
দিনে ওদের সাথে কিছু পুরুষ দেখা যায়
মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়
একি নোংরা জন্ম অভিশপ্তের ?
শিশুরা ঘুম পড়ে থাকে পিচ ঢালা ফুটপাতে
কোন বালিশ নেই-তোষক নেই
চিন্তাহীন রাজ্যের সুখের ঘুম ওদের
কুকুর আর শিশু ভাই ভাই
ডাস্টবিনের খাবার ভাগ করে খায়
বড় বড় প্রাচীরের সাথে পলিথিন বেঁধে
সুখের টোঙ ঘরে অনেকের বসবাস
কয়েকটি ইট সাজিয়ে ছোট ছোট হাড়িতে
কী সব হাবিজাবি রান্না করে
অল্প একটু তেল, এক মুঠো চাল
সামান্য তরকারী, নোংরা হাতের মাখামাখি
ফুটপাতের মেয়েগুলো সারাদিন ঝিমায়
ফার্মের মুরগীর মতো
নারীগুলোর সৌন্দর্য ঝুলে পড়ে
শুকনো লাউয়ের মতো নাভী অবধি
ওরা সৌন্দর্য বোঝে না
বড় কদর্য ওরা
ফোমের বন্ধনীও চেনে না
চিনেও কোন লাভ নেই
দু’চোখে কোন আশা নেই
কোলে আসে বছর বছর
নোংরা কীটের মতো কদর্য সন্তান
এরা ঘিরে ধরেছে সমস্ত রাজধানী
এরা ঘিরে ধরেছে সমগ্র দেশ
এদের জীবন বন্য পশুদের মতো
সরল গতিতে ধাবমান
কিছু খাওয়া আর কিছুক্ষণ বেঁচে থাকা
বেঁচে থাকাই চরম সার্থকতা
ঘৃণ্য মানুষেরা-ফুটপাতে জ্বলে থাকে
জোনাকির মতো, চোখগুলো রক্তাক্ত লাল
উদ্বাস্তু অসহায় রিক্ত খাল
কী করে ঘুমাবো আমি ?

No comments

Powered by Blogger.