Dr. Shahnal Parvin -01913-810748/ ড. শাহনাজ পারভীন এর কবিতা- শিরোনামহীন
শিরোনামহীন
শাহনাজ পারভীন
বিকেলের বিবর্ণ সময়
সকালের সৌন্দর্যে এঁকে দেব ফের।
এসো সূর্য !
আর একবার রাঙিয়ে দাও আকাশ--আমার।
তুমিই তো পারো শরতের পেঁজা তুলা আকাশ
কাশফুলের স্নিগ্ধতায় ভরে দিতে
উন্মাতাল ঝড়ের অন্ধকার রাত
আলোর ফুলকি রংয়ে রাঙিয়ে দিতে
তাইতো সূর্য তূমি আরাধ্য আমার!
তোমার আলো পাহাড়ের চূড়ায় ঝিলিক দিয়ে
তার নৈঃশব্দ্যের নৈবেদ্য ডিঙিয়ে আবার আনন্দে ভাসে
আর তুমি আমাকে নিয়ে যেতে চাও তোমার আলয়ে।
অথচ সূর্য, তোমার কি নির্ধারিত কোন আবাস আছে?
তুমি তো পৃথিবীরই মত।
সারা বিশ্বের বিস্ময় তুমি!
তোমার অস্তিত্ব সবখানে।
কেউ কি জানে কোথায় তোমার গ্রীবা,
কোথায় কপোল,
কোথায় ওষ্ঠরেখ,
বলিষ্ঠ বাহু
বন্ধনহীন সিনাহ
কোথায় তোমার পরিপূর্ণ অবয়ব-- পৃথিবীর মত?
ফিসফিস শব্দের জোনাকি খেলায় তুমি যতই বোঝাতে চাও
ততই সশব্দে ঝনা বেজে ওঠে অস্তিত্ব তোমার।
আহা! সূর্য! কাঙ্ক্ষা আমার!
পৃথিবী রাঙিয়ে দিয়ে দিনশেষে অস্ত যাও
সমুদ্রের নীলাচলে গহীন অন্ধকারে
বারবার--
হেসে ওঠো নতুন আলোয়
পৃথিবী আবারও ঋতুবতী হয়
নিয়ম মাফিক।
No comments