আরাকান থেকে বলছি - নাঈম রেজা
নাঈম রেজা ১২ সেপ্টেম্বর ২০১৭
মঙ্গলবার, চাঁচড়া, রাত ১০ টা
বিশ্ব বিবেক এক হও!
বিশ্ব মুসলিম এক হও!
মানববতার মুক্তিদাও!
আরাকানের মুসলিমদের স্বাধীনতা দাও!
ওরা মুসলিম ওরা আমাদের ভাই
ওরা নির্যার্তিত ওদের বাঁচাতে চাই।
যখন আমরা মা, আমার বোন
ধর্ষন আর নির্যাতনে শিকার,
আর আমি অচেতন, নির্ভিক চেয়ে,
তখন বিশ্ব মুসলিম গোল বৈঠক;
রহিঙ্গা মুসলিমদের জন্য ত্রাণ,
চাইনা আমরা এ সব....
বাঁচাও আমাদের প্রাণ।।
যখনি উলঙ্গ শরীরে আগুন নিক্ষেপ করছে
তখন তোমরা বলছো,,
আহঃ কি নির্মম নির্যাতন।
তোমরা তো আমাদের ভাই,
তোমরা কি আমীর হামজার লাশের উপর
নাচানাচি করেছিলো হিন্দার!
হোসেন (রাঃ) এর লাশের উপর
নাচানাচি করেছিলো এজিদ,
মুসা (আঃ) এর সাথে প্রতারণা করেছিলো কারুণ
এরা তো সবাই জালিম মুসলমান।।
তোমরা মুসলিম...!
তোমরা আমাদের ভাই।
যেই ধর্মে মশা-মাছি মারাও হারাম
সেই ধর্মে মানুষ মেরে করছে ছারকার,
তবে কি এরা শান্তিকামি ধর্মের নামে
বিসমিল্লাহ্ বাদে, বান্দা অন্য সৃষ্টিকর্তার?
যখনি ধর্ষন করে বুকে চালাচ্ছে অস্ত্র
বিশ্ব বিবেক লজ্জায় শরীর ঢেকে দিচ্ছে বস্ত্র,
তোমাদের নাকে, আমাদের মরা দেহের
গলিত, পচিত লাশের পাচ্ছ ঘ্রাণ,
তাহলে আমরা কি করবো তোমাদের
হেলিকাপ্টার ভরা যত আনছো ত্রাণ।।
আমরা মুসলিম, আমরা তোমাদের ভাই
আমাদের বাঁচাও প্রাণ।।
মানবতা ধর্ম, বর্ণ, জাতি, নির্বিশেষ
তাই বলে কি মুসলিম হবে নিঃশেষ?
বিশ্ব মুসলিম এক হও!
রহিঙ্গা মুসলিমদের স্বাধীনতা দাও।।
No comments