শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করে
শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করে
ভুল শেখাবেন না সঠিক শেখাবেন
লোভ দেখাবেন না পুরস্কার দেবেন
নিরুৎসাতি করবেন না উৎসাহিত করবেন
বকুনি দেবেন না উপদেশ দেবেন
বেয়াদব বলবেন না আদব শেখাবেন
নিঃসঙ্গ রাখবেন না সৎসঙ্গ দেবেন
ভয় দেখাবেন না সাহস দেবেন
লজ্জা দেবেন না শিখিয়ে দেবেন
ধমক দেবেন না বুঝতে দেবেন
মিথ্যা বলবেন না সত্য বলবেন
গালি দেবেন না স্নেহ করবেন
নিন্দা করবেন না ভাল বাসবেন
অবহেলা করবেন না গুরুত্ব দেবেন
শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করে
সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল হানাহানি করতে শেখে।
বিদ্রুপের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল লাজুক হতে শেখে।
কলংকের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল অপরাধবোধ শেখে।
ধৈর্যের মাঝে শিশু শিশু বেঁচে থাকলে
সে সহিষ্ণুতা শেখে।
উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে আত্মবিশ্বাসী হতে শেখে।
প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে
সে মুল্যায়ন করতে শেখে।
নিরপেক্ষতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে ন্যায়পরায়ণতা শেখে।
নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে
সে বিশ্বাসী হতে শেখে।
অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে
সে নিজেকে ভালবাসতে শেখে।
স্বীকৃতি আর বন্ধুদের মাঝে শিশু বেঁচে থাকলে
সে শিশু পৃথিবীতে ভালবাসা খুঁজে পেতে শেখে।
(ফিলিয়াম, মাদ্রিদ প্রকাশিত একটি পোস্টার থেকে নেয়া)
No comments