The longest palm tree line in the world 2014 / Palm Tree 3
“পৃথিবী দির্ঘতম তালের সারি তৈরীর লক্ষ্যে” এক যুবকের স্বপ্ন হাজার মানুষের কৌতুহল জেগেছে আজি বেজেছে মাতাল। যেখানে বাধা সেখানে সফলতা, যেখানে স্বপ্ন সেখানে পূর্ণতা, কেন বলতে হল এই কথা? শুরু থেকে অনেক বাধা অতিক্রম করে আজ এ পর্যন্ত আসতে পেরে অনেক কথাই মনে পড়ে যায়। তবু কোন দিন হতাশাগ্রস্থ হয়নি। বুকভরা আশা আর স্বপ্ন সারাক্ষণ বসন্তের জানালায় কড়া নেড়েছে। শুরুতে যারা আমার সাথে ছিল তাদের অনেকেই আজ নেই। হয়তো তারা এখন মনে মনে আফসোস করে কিন্তু মুখ ফুটে বলতে পারে না। তাই তাদের জন্য বলি হতাশা হবেন না । কারণ আমি এটা পছন্দ করিনা। আপনাদের জন্য আমরা সর্বক্ষনিক মমতাময়ী। আপনারা আসুন আমরা সবাই মিলে এই মহৎ কাজ করি। আর নতুনরা যে কোন সময় যে কোন দিন আমাদের সাথে সন্দর্য্পূর্ণ এই কাজে অংশগ্রহন করে আপনিও হতে পারেন আমাদের এক জন। আমরা এখানে একটি হাদিসের কথা দিয়ে এটুকু বলতে চাই আমাদের কাজ নিঃসন্দেহ ভাল কাজ। “মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোন মানুষ, কোন জন্তুএবং কোন পাখী যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়।” (সহীহুল বুখারী ২৩২০,মুসলিম১৫৫২) শুরু থেকে আমার একার প্রচেষ্টার মধ্যে যারা প্রথম ছিল তাদের নাম না বললেই নয় এই লিংকে জেনে নিন-http://niemreza.blogspot.com/2015/09/blogpost_13.html
No comments