Header top Ads

মাদক বিরোধী গান রচনায়ঃ কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী ডা. মোকাররম হোসেন


মাদক বিরোধী গান
রচনায়ঃ কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী
ডা. মোকাররম হোসেন
সভাপতি মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যশোর
খারে যত খাবি খা
জীবনটা নষ্ট করেছিস
ইয়াবা ফেনসিডিল খাওয়া শিখেছিস
খারে যত খাবি খা।

খারে জন্মের খাওয়া খা
যারে ধ্বংস হয়ে যা
শুনেছি এরা নাকি ভাল হবার নয়
জানিরে জানি তোদের ঘৃণা ছাড়া উপায় নাই
জীবনটা নষ্ট করেছিস
ইয়াবা ফেনসিডিল খাওয়া শিখেছিস
খারে যত খাবি খা।

যারে মারা যাবি যা
যারে জাহান্নামে যা
জানিরে এমন সন্তান কারো কাম্য নয়
গুলি খেয়ে মরা ছাড়া এদের কোন উপায় নাই
জীবনটা নষ্ট করেছিস ইয়াবা ফেন্সিডিল খাও ........
খারে যত খাবি খা




উন্নয়নের গান
রচনায়ঃ কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী
ডা. মোকাররম হোসেন
সভাপতি মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যশোর

তোমরা দেখ এসে বাংলাদেশে
শেখ মুজিবের দেশ
হাল ধরেছে শেখ হাসিনা
গড়তে বাংলা দেশ \

শেখের বেটি দৃঢ়চেতা
নেইতো কোন ভয়
সাগর থেকে কক্ষ পথে
সব খানে তার জয়
ডিজিটালের যাদুর কাটি
জাগিয়ে দিল দেশ
হাল ধরেছে... \

পদ্মার উপর পদ্মা সেতু
আজকে দৃশ্যমান
দেশের টাকায় সেতু করে
করিলো প্রমান
ষড়যন্ত্র পায়ে পিষে
করেদিল শেষ
হাল ধরেছে... \

মোকাররম হোসেন ভেবে বলে
দেশ বদলেছে ভাই 
তলাবিহিন ঝুড়ি এখন
বাংলাদেশ আর নাই
উন্নয়নের নতুন ধারায়
এগিয়ে যাচ্ছে দেশ
হাল ধরছে....


No comments

Powered by Blogger.