Header top Ads

কি হবে না? -মোসাঃ তানিয়া খাতুন


কি হবে না?
-মোসাঃ তানিয়া খাতুন

জগতে দেখিনা তো কারো মন সাদা
ফোঁটে কি কখনো গোলাপ লাগালো হলুদ গাঁদা
দোপাটি ফুলের আছে রুপের বাহার
সুগন্ধ নেই তাতে কি করে হবে সে প্রেমের উপহার?
জবা ফুল পূজার উপকরণ দেবতা তাতে খুশি
 না দিলে পুষ্প তার চরণে হয় কিসে খুশি?
 হয় কি ভাত দিলে হাড়িতে শুধু পানি?
 দিতে হয় তার মাঝে চাউল আনি
মেঘ না হলে আকাশে ঝরে না বদল
 নকল নিয়ে টানাটানি বাদ  রেখে আসল
পানির অপর নাম জীবন
অক্সিজেন না নিলে অকালে হবে মরণ
সবাই ভালবাসে গোলাপ গোলাপ ফুলের রানী
সত্যিকারের প্রেমিক না হলে শোনে কি প্রেমের কাহিনী
চোখ নাই যার পদ্মলোচন তার নাম
না থাকলে চোখ পদ্মলোচন নামে আছে কি দাম?
যার আছে মৃত্যু তার নাম মৃত্যুঞ্জয়
জগতে আছে কি কিছু না হবে যার  ক্ষয়?
মালা গাথে স্বর্ণকার হাতে নিয়ে সোনা
হবে কি ফসল জমিতে না হলে বীজ বোনা?
কালা যার কান তাকে আস্তে বলিলে শোনে কি?
বোবা হলে সে কথা বলতে পারে কি?
হিংসা যার মন ভালো কি কখনো তার দিল?
মিশে না যে কারো সাথে তার নাম মিল।
 যার গায়ের বর্ণ কালো তার নাম জ্যোৎস্না
 অসম্ভব বলে কিছু কি আছে যা আমাদের দ্বারা হবে না

No comments

Powered by Blogger.