Header top Ads

যুদ্ধ -শাহিদুর রহমান


যুদ্ধ
 -শাহিদুর রহমান

এই বিস্তির্ন আঁচল, আঁচলের মাঝে সবুজের ছাপ
এইতো আমার মায়ের আচল, স্নেহের সুতোয় বোনা
 আচল সেই তো আমার দেশ, আমাকে বঞ্চিত করোনা
তাঁর স্নেহ থেকে যুদ্ধ আমার মোটেও পছন্দ না
আমি ভালোবাসি আমার দেশ আমার মাকে
আমি প্রতিদিনই দেখি আকাশ সেখানে থেকেই
চোখ নামতেই দেখি মসজিদ মন্দিরে মিনার চুড়া
আমি এই প্রান্তরের রৌদ্রোজ্জ্বল পথেই হাঁটতে চাই
বুকের নির্জনতাকে ঢাকি মায়ের প্রেম দিয়ে
সবুজ ও সহ সোনালী প্রেম, আমি ভালোবাসি
আমার দেশটাকে, যুদ্ধ আমার মটেও ভাল লাগেনা

No comments

Powered by Blogger.