Header top Ads

বৈষম্য -মহব্বত আলী মন্টু


বৈষম্য
  -মহব্বত আলী মন্টু

  পুলকিত  মনে  আসিনু নগরে,
 বিষন্ন বদনে হেরিনু নয়নে
  পাহাড় চূড়া সম প্রাসাদ
  উঁকি দিচ্ছে   যেন গগনে

 গলাগলি করে আছে ভিলা
  গতরে  গতর মিলিয়ে,
  ভিতরে বসত করে যারা
 অন্তরের অন্তরাত্ম হারিয়ে

  যন্ত্র দানব দিনে রাতে
 চলছে বিকট আওয়াজে,
 ধনীরা থাকে অট্রালিকায়
 গরীবরা মহা বিপদে

 ধনির কাছে দরিদ্ররা
 নিষ্পেষিত নির্বিকার ,
শ্রমিকের রক্তে গড়া প্রাসাদ
 বৈষম্য কি চমৎকার।
যে  শ্রমের হয়না মূল্য
 হয় তা প্রাসাদ সমতুল্য,
  ধনির ধন  আরও যে চাই
গরিব খুশি যথ সামান্য

 প্রাসাদ উঁচু  মনটা নিচু
 এরাই নগরের নামী,
রিক্সা চালায় পাথর ভাঙ্গে
 তারাই অর্থহীন, দামি

  বৈষম্য শুধু কিছুটা সময়
 প্রাসাদে কেউ,   কেউবা কুটিরে,
 একদিন যাবে সবাই  চলে
 কেউবা চিতায় কেউবা কবরে

গন্তব্য সবায় একই পথে
 কেউ বা ছাই কেউবা  হয়ে মাটি
 ধনী গরীবের নেই ভেদাভেদ
 চিনবে আসল খাঁটি

No comments

Powered by Blogger.