Header top Ads

বিজয় -এ এফ এম মোমিন যশোরী


বিজয়
  - এফ এম মোমিন যশোরী

 বিজয়-
 তোমার শুভাগমনে প্রেরণায যোগায়
ভুলতে চাইলেও কি ভুলা যায়…?

 নাটার কাঁটা ছাড়াতে লেগেছিল অনেক সময়-

 তোমার   অবাধ চাঁদ-সূর্যের তমনাশ আভায়
বাতাসের  কর্ণকুহর ভেদ করে সর্ব জায়গায়
 মন: মাটি, ঘাসে, প্রাণে জাগরুক এই বাংলায়

আমাদের পথচলা দৃঢ়তার সাথে এই নতুন আলোয়
 সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠায়
 প্রতিটি সকালের জন্ম  হোক প্রত্যেকের ভালবেসে
 এই প্রত্যয়-
 স্বাগত সু-স্বাগতম হে বিজয়-

No comments

Powered by Blogger.