Header top Ads

স্বাগতম -এ এফ এম মোমিন যশোরী এর কবিতা

muktoshary shaito sainaskrity porishad Logo


স্বাগতম
-এ এফ এম মোমিন যশোরী

তবুও মনে হয় নিপট আঁধারে
কে যেন বেঁধেছে আমায়
নিজেকে নিজেই দেখে কৃতজ্ঞতা গেছি ভুলে
অন্তরে অফুরান ঝড়
কুলে কুলে গৌরবে গন্দ ছড়ায়েছে কৌতুহলে
ভিতরে বাহিরে বিচিত্র ব্যাপার।

নিরবে রহস্যর জঁটা পদতলে বিঁধেছে কাঁটা
কে জানে কিসের তরে!
মনে পড়ে কত স্মৃতি কেউ আছে কেউ ইতি
শত শুভ কাজে
বহু দিবসের সংস্কৃতি বৃথা ঈঙ্গিতে যায় ভুলে
এই প্রেমোময় (পৃথিবী) ঘরে।

নতুন প্রভাতে আজ উত্লে উঠেছে কৃষ্টির সাজ-
সকল অন্তরেই সম
অনাথের চাওয়া পূর্ণ হউক ষোলআনা
আজ এই শুভ কামনায়
চৌদ্দ’শ উনিশ তোমায় জানাই কুর্নিশ
স্বাগত সু-স্বাগতম।।

No comments

Powered by Blogger.